Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন , পিরোজপুর , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগেরে আওতাধীন  একটির সেবামূলক সংগঠন । গতি সেবা ত্যাগ মূলমন্ত্রে উজ্জিবিত এই সংগঠন যেকোন দুর্যোগ ও দুর্ঘটনায় সবার আগে মানুষের পাশে এসে দাড়াঁয় ।

পিরোজপুর সদর ফায়ার স্টেশন পিরোজপুর সদরে সিও অফিস মোড় থেকে ডিসি অফিস যাওয়ার পথে রাস্তার পাশে অবস্থিত । এবং এটি একটি জেল াসদর ফায়ার স্টেশন । যা ১৯৭৭ সালে ০১ একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয় । এটি একটি ২য় শ্রেনীর ফায়ার স্টেশন যেখানে মোট ২৭ জন জনবল রয়েছে । যার জনবল নিন্মরূপ :

  1. স্টেশন অফিসার ১ জন, 
  2. সাব অফিসার ১ জন,
  3. লিডার ২ জন, 
  4. ড্রাইভার ৪ জন, 
  5. ফায়ারফাইটার ১৬ জন, 
  6. বাবুর্চি/মশালচি ২ জন ও 
  7. পরিচ্ছনতা কর্মী মাত্র ১ জন। 

 অত্র স্টেশনে 

  1. ৬৪০০ লিটার ধারন ক্ষমতাসম্পন্ন পানিবাহী / ১ম কলগাড়ি - ০১ টি
  2. পাম্পবাহী / ২য় কল গাড়ি - ০১ টি
  3. এম্ব্যুলেন্স - ০১ টি
  4. চায়না ফোটন গাড়ি -০১ টি
  5. পাম্প -০২ টি
  6. রেসকিউ ইকুইপমেন্ট ০১ সেট ও অন্যান্য সাজ সরঞ্জাম বিদ্যমান ।